নৈতিক শিক্ষা?
সেই ট্যাবলেট এখন মেয়াদোত্তীর্ণ।
ধর্মীয় শিক্ষার কথা বললেই
কিছু প্রভাবশালী প্রগতিশীলের
বিশেষ জায়গায় জাগে অনাবশ্যক চুলকানি।
আমাদের চাই
সৃজনশীল শিক্ষা।
আমরা ছোট্ট শিশুদের কাঁধে তুলে দেব
তাদের চাইতে বেশী ওজনের জ্ঞানের ব্যাগ,
যার ভারে ওদের চঞ্চলতার মেরুদন্ড বেঁকে যাবে।
রাতারাতি আমরা শিক্ষিত সমাজ গড়বো
শিশুকালকে অচঞ্চল করে দিয়ে!
খেলাধুলা আবার কিসের?
খেলাধুলায় সময় দিলে
পড়াশোনা যে শিকেয় উঠবে!
আমাদের এমন কঠোর শিক্ষা ব্যবস্থা চাই
যেখানে ছাত্রের সাথে সাথে
অভিভাবকও পরীক্ষার চিন্তায় উদ্বিগ্ন থাকবে!
আমাদের এমন নমনীয় শিক্ষা ব্যবস্থা চাই
যেখানে সরকারী নির্দেশে
ভুরি ভুরি মেধাবী ফল বিতরণ করা হবে!
আমাদের এমন সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চাই
যেখানে হেলমেট পরে চাপাতি দিয়ে
মানুষ কোপানোর মতো 'সৃজনশীলতা' দেখাতে পারি!