দেশ=সার্বভৌমত্ব+ জনতা+ভূমি,
সব গোল্লায় যাক
আমি কেবল ভূমিকেই চুমি।
আমি সার্বভৌম দেশের নাগরিক,
বলতে সিনা টানটান
অহংকারে ফেলি পানের পিক।
আমি আম জনতার ধার ধারি না,
আমাকে নিয়েই ভাববে দেশ
সবার ভার একা নিতে পারি না।
দেশ কাতরায়, দেশেরও আঘাত লাগে,
আমি অতি নগণ্য তাই
দেশের বিপদে গর্তে নামি আগে।
দেশকে সুস্থ করার দায় আমার একার কেন?
আমি একাই দেশটা ভোগ করছি যেন?
Asset= Liability + Equity,
আমি দেশ জনতার দায় নেব না
আমি কেবল সম্পদের পিছে ছুটি !