হৃদয়ের পরিপাকতন্ন্ত্রে
তোমার উপেক্ষা হজম হচ্ছে না কিছুতেই,
অশ্রুবমি হচ্ছে বারেবার;
ধমনীতে বাঁধা জমাট কষ্টে
সুখানুভূতির চলাচলে ঘটছে বিঘ্ন।
তোমার শপথ ভঙ্গের পার্শ্বপ্রতিক্রিয়ায়
তিলে তিলে গড়া পেশীবহুল আশা ভাঙছে
আর স্বপ্নের কোষে ধরছে ভাঙন;
তোমার প্রতারণার দূষণে
মনের ফুসফুস কাবু হচ্ছে দ্রুতলয়ে
নিঃশ্বাস নিচ্ছি দমবন্ধ অভিমানে ;
তোমার বাঁকা চোখে চেয়ে
বেড়েছে যে আমার চোখের বৃষ্টিশক্তি!
আমার গৌণ আবেদন তোমায় আর কাঁপায় না
অনুভূতির জননতন্ত্র বন্ধ্যা রেখেছ বলে।
উপেক্ষার আচরণ তোমার
পাথরের মতো জমে আছে
হৃদয়ের রেচনতন্ত্রে,
তাই নিষ্ক্রান্ত হচ্ছে না বিষাক্ত স্মৃতিগুলো।
ধুমকেতু হয়ে মাথায় প্রদক্ষিণ কর তুমি
তাই বুঝি আমার এত মাথাব্যথা!
তোমার আমার আস্থা-সন্ধি
ক্ষয়ে যাচ্ছে ব্যথা উপহার দিয়ে।
তোমাকে পাবার আকাঙ্ক্ষার উচ্চচাপ নিয়ে বেঁচেছি
কিন্তু তোমার প্রেমের সুষম মায়া
পেল না এই রুগ্ন হৃদয়।
তুমি হলে না আমার জীবনের পথ্য
তাই আমিই না হয় হলাম
বিবিধ বিষাদ-ব্যাধির আবাস।