তোমায় আমি চাইছি পেতে
সব কি আমার দায়,
হলপ করে বলতে পারি
ছিল তোমার অল্প হলেও সায়।
আমায় তুমি চাঁদ দেখিয়ে
পালিয়ে গেলে কোথায়,
চাঁদ পোহাতে ভাল্লাগে না
এ কেমন অসুখ হায়।।
আমার চোখে চোখ রেখে যে
কিসের হিসেব কর,
ভাবি চোখটা দিয়ে মন পড়েছ
যেন আমাতে ডুবে মর।
আমার হিসেব ভুল বানিয়ে
আমায় বিয়োগ কর,
শুন্য ফলে জীবন আমার
তুমি অন্য হাতটা ধর।।
তুমি আমার সাথে পথ চলেছ
খুব বেশি নয় খানিক,
তাতেই আমার মন উচাটন
আমি বেহাল দিগ্বদিক।
তোমায় আমার ছায়া ভেবেছি
ছিলে অমূল্য মানিক,
স্বপ্নের গোধুলী দীর্ঘ তো নয়
রংধনুর মতো সাময়িক।।