কখনও তুমি হেঁচকা মার টান
আমি তাল সামলাতে পারি না,
তাড়াহুড়োয় আমার যায় যে প্রাণ
পড়ে যাব বলে তোমায় ছাড়িনা।

কখনও তুমি খুব ধীরে চালাও
আমার উষ্ণপাড়া যাবার তাড়া,
নিষ্ক্রিয়তায় তুমি আমায় জ্বালাও
মনে হয় তুমি কেমন খাপছাড়া।

মনের গতিতে যখন তুমি চল
উদাস বায়ে আসে স্বপ্ন ঝিমুনি,
আমার কানে তুমি প্রেমের কথা বল
এভাবেই চলুক চাইনা হীরা চুনি।

চলুক না এভাবেই প্রেমের গাড়ি
আস্তে জোরে কিংবা স্বাভাবিক,
নামবোনা আমি প্রেমের গাড়ি ছাড়ি
তুমি থাকলে পথটা হবে কাব্যিক।