রুক্ষ এই দুনিয়ায় খুঁজে ফিরে ক্লান্ত
আমি কোমল প্রেমের খদ্দের,
বুঝেছি আমি প্রেমিক মনের দাম নেই
দুনিয়াটা এখন কামপটু মর্দের!
এখানে কমছে প্রেমের কদর
এখানে বাড়ছে কামের কারিগর।।
সত্যি প্রেমের প্রেমিকরা মন না পেয়ে
আজ আকামের হদ্দ,
প্রেমের কথা উঠলে চোখ বুজে খোঁজে
মুখ লুকানোর গর্ত।
কাম প্রেমিকরা বেশ ভালোই আছেন
করছেন মৌজ মাস্তি,
ইদানিং নারীকুলও কেমন সর্বংসহা
চায়না ওদের শাস্তি।
এখানে কমছে প্রেমের কদর
এখানে বাড়ছে কামের কারিগর।।