আমার উদাম ঘরটায়
অনাবাদী চরটায়
কে যেন প্রেম রটায়।
আমার ঊষর ভিটায়
কে যে বৃষ্টি ছিটায়
আমার তৃপ্তি মিটায়।
শান্ত দীঘির জলে
জোছনারা যেন গলে
মনটা নেশায় ঢলে।
তুমি মন বন্ধক রাখ
আমাতে রঙ মাখ
আমার একাকীত্ব ঢাক।
আমার একেলা পালঙ্ক
চাইছি আলোর সঙ্গ
আমি হব পতঙ্গ।
স্বাগত এই অঙ্গনে
জড়িয়ে আলিঙ্গনে
মেতো প্রেমচিহ্ন অঙ্কনে।
মনের নেকাব সরাও
আমায় মনটা ভরাও
প্রেম উনুনে সুখ চড়াও।
*কবিতাটি অসাবধানতাবশতঃ মুছে গিয়েছিল।
পুনরায় পোস্ট করা হলো।