তুমি আমার
ঘুমের ঘোরে চুপটি করে শোনা
ভোর নামাজের তিলোয়াত সমধুর,
তুমি আমার
ঘুমকাতুরে গালে লুটিয়ে পড়া
সাত সকালের মায়াভরা রোদ্দুর।
তুমি আমার
ঝাঁজালো দুপুরের আলসে সময়
সবুজ ছায়ায় পাখির গান শোনা,
তুমি আমার
কোমল বিকেলে সোনার আলোয়
যতন করে স্বরচিত স্বপ্ন বোনা।
তুমি আমার
দিনের সমাপনে পাখির মত
চির প্রশান্তির মায়ের কোলে ফেরা,
তুমি আমার
দস্যিপনার নালিশে শাসন বারণ
চোখ রাঙানো মায়ের মিষ্টি জেরা।
তুমি আমার
ভরা চন্দ্রিমায় সুখের উঠোনে
প্রাণ সঙ্গীর তুমুল আড্ডার আসর,
তুমি আমার
চাঁদহীনা রাতের নিকষ কালোয়
আঁধার ভেদে জোনাকীর আঁচড়।
তুমি আমার
সময়ের চাদরে ঢেকে যাওয়া
যত্নে লালিত প্রিয় প্রাঞ্জল শৈশব,
তুমি আমার
জীবনের এক অবিচ্ছেদ্য অনুচ্ছেদ
নিত্য ভাবনায় বন্দি সেই দিন সব।