নিয়ে আক্ষেপের ভার কারও
তুমি যাও, যদি পার
উত্তর-দক্ষিণ-পূর্ব কিংবা পশ্চিমে
উত্তরে জমে যাবে পুরনো স্মৃতির হিমে।
মুখ ফিরিয়ে যদি তুমি দক্ষিণে যাও চলে
ভাসবে সেথায় জেনো নীল নোনা জলে।
পাবে না অনাগত কিরণ যাও যদি পূর্বে
অভিমানী আলোর খরায় তুমি যে পুড়বে।
পশ্চিমে বাড়ালে পা দেখবে সুখ অস্তগামী
সাঁঝের হাহাকারে ভিজবে তোমার আগামী।
দিয়ে অপেক্ষার ভার আমায়
যদি কেউ হারায়
ছুটতে পার এদিক-ওদিক-দিগ্বিদিক
নিশ্চিত আমি পাবেনা খুঁজে আমার অধিক।