আমি কেমনে জমা দেই
পরীক্ষার খাতা
ভুলে ভরা পাতা
পারি নাই দিতে সঠিক উত্তর,
আমি কেমনে আশা করি
উত্তীর্ণ হবার
সুযোগ একবার
অনুত্তীর্ণে ভীষণ শাস্তির ঝড়;
এই পরীক্ষায় করলে খারাপ
দ্বিতীয়বারের সুযোগ নাই।।

ছোট বেলার মিষ্টি পাপ
ছিলো প্রশ্রয়-পেন্সিলে লেখা
মোছা গেছে ক্ষমার ইরেজারে, 
বয়স কালের পাপগুলো
অমোচনীয় কালিতে লেখা
জীবন পূর্ণ অ-জ্ঞানের ভারে।
অলীক মায়ায় পড়ে আমি
ভবিষ্যতটা করলাম ছাই।।

পড়া হয়নি প্রভুর পড়া
দিন গেছে নিষিদ্ধ-বিদ্যায়
এখন হাতে সময় নেইতো আর,
শেষ বেলায় মনটা বলে
কঠিন নয় সেই পাঠ্যসূচি
অল্প পড়লেই পেয়ে যেতাম পার।
পাবোনা জেনেও বোকা আমি
প্রভুর কাছে সময় চাই।।