ব্যাপক শিৎকারে ফেটে পড়ি আমি উল্লাসে
যখন বুঝি আমি আছি তোর অন্তর-বাসে
দেখি তোর বাড়ন্ত ভাবনাভাঁজে নিজেকে
অস্থিরতায় অনিয়ন্ত্রিত হয়ে যাই নিমিষে
সুডৌল ভাবনার নৃত্যে আমি মাতোয়ারা
মনোজগৎ জুড়ে খেলে রঙিন ফোয়ারা
নিজেরে করাই তোর প্রেমরসেতে স্নান
তোর মাঝেই খুঁজে ফিরি আমার ঘ্রাণ
আমি হই সুদৃঢ় বেহায়া ভালোবাসায়
খিস্তি হবি তুই মোর আদুরে ভাষায়
তোর অন্দরে যাবো থাকনা বারণ
তুইতো মোর ধৈর্যপাতের কারণ
এড়াস না আলিঙ্গনের আবেদন
ভাগাভাগীর সুখ হয় যে বেদম
চলনা যাই শীর্ষ সুখের তীর্থে
সরলরেখা ত্রিভূজ এবং বৃত্তে
আমি তোকেই করি তোষণ
তোর সাথেই ঐক্য পোষণ
সময় ভিজুক গরম শ্বাসে
ভেজাবোই উষ্ণ নির্যাসে
তবু কেন তৃষা মেটেনা
তুই বড্ড বেশী চেনা
আমার বুকে চড়িস
তুইও ভোগ করিস