না চাইতেই
আমি কি একটু আদর পেতে পারি ?
যে তুমি মুখ দেখলেই বুঝতে পার
আমার চায়ের তেষ্টা
বাহারী পেয়ালায় মাতাল করা গন্ধের
ধোঁয়া ওঠা চায়ের উপস্থাপন কর যতনে,
কই, তেমন ধোঁয়া ওঠা তোমায়
কেন পাই না?
মধ্যরাতের শীতে কুঁকড়ে যাওয়া আমি-
গায়ে চড়িয়ে দাও কাঁথা
ওপাশ ফের ফের;
তোমার সংকোচের এপারে থাকা আমি
অপেক্ষায় থাকি.....
স্বপ্রণোদিত জবরদস্তিতে জাপটে ধর আমায়,
সেই আকাঙ্ক্ষায় আমার অপেক্ষাই বাড়ে
আর বাড়ে নিত্য হাপিত্যেশ।
আমার মরু-ত্বকের পিপাসা মেটাও
কারণে অকারণে স্পর্শে ভরাও,
এ বুঝি আমার
সময়ে অসময়ে বৃষ্টি চাওয়ার অসুখ!
কিছু আবদার মুখ খোলেনা কখনো
কাউকে মন বুঝে নেয়ার দায়িত্ব দিয়ে
মুখ ফুলিয়ে অপেক্ষায় থাকে আজীবন।