ওই যে দেখ মায়া অরণ্য
তার সবুজ শীতলে প্রাণ জুড়াতে
মোটেও সংকোচ হয় না,
কিছু স্বার্থ নিজের করে পেতে
নিজেকে স্বার্থপর মনে হয় না।
আঁচলটা যে বিছিয়ে দেয়
সেই মায়ার আঁচলে নিজেরে জড়াতে
মোটেও তর সয় না,
কিছু স্বার্থ নিজের করে পেতে
নিজেকে স্বার্থপর মনে হয় না।
যে ফুলটা সুবাস দেয়
ক্ষুধার্তের মত সৌরভ শুষে নিতে
একটুও লজ্জা হয় না,
কিছু স্বার্থ নিজের করে পেতে
নিজেকে স্বার্থপর মনে হয় না।
ভালবাসি যে বলতে পারে
তারে পেতে তামাম দুনিয়া যাই ভুলে
কিচ্ছু মনে রয় না,
কিছু স্বার্থ নিজের করে পেতে
নিজেকে স্বার্থপর মনে হয় না।