নীরবতায় মুখ গুঁজি
নীরবতায় তারে খুঁজি
এই বুঝি তুমি এলে
নীরবতা ভাংলো বুঝি
কোলাহলে...
ছিলো বৃষ্টির সুখস্নান
ছিলো মুখরিত প্রাণ
সব ছেড়ে চলে গেলে
সুখছবি হলো ম্লান
নোনাজলে...
তোমায় ছাড়া ঘুম আসে না
তোমায় ছাড়া দিন হাসে না
আমি তোমার কাছে যাব বলে
উপায় খুঁজি হাজার ছলে।
তুমি হয়তো আছ বেশ
আমার ঘরে বিষাদ রেশ
আমায় তুমি ডুবিয়ে গেলে
নিকষ কালো অথৈ জলে।
তোমার ভালোই চাইছি জেনো
চাইলে মনে আপন মেনো
অধিকারের দোহাই দিলে
কঠিন তুমি যাবেই টলে।
তোমার মতো তুমি থেকো
স্মৃতি খুলে আমায় দেখো
তোমার নেশায় জীবন গলে
চাঁদ সুরুজ এখনো জ্বলে।