জানলে হবি রে বিস্ময়ে বিহ্বল
কতটা গভীরে মনের তল
যত ডুববি মনেতে পাবিরে আসল।
মন পাপে পূর্ণ হলে পরে
পূণ্য সেথায় কম ধরে;
চারিদিকে গেছে রটে
তোর মন ভোগে নাব্যতা সংকটে।।
ঐ মহাজনে
রাতে দিনে অণুবীক্ষণে
রাখছে তোরে সদা পর্যবেক্ষণে;
রবের কাছে সব হিসাব রবে
শেষদিনে সব প্রকাশ হবে
বোকাদিনের সঙ্গী হলি
দিন কাটালি রঙ্গতে।।
ঐ মহাজনে
প্রেম বিলায় সেই জনে
নিজ গভীরে স্রষ্টা খুঁজে যে বিজনে;
তারে পেলে মেলে পাপে রেয়াত
খোঁজ তারে পূর্ণ জীবন মেয়াদ
বিস্মরণে তারে জানিস
ডুববি গভীর পঙ্কতে।।