আমার ভাবনার ছাদে তোরই পায়চারি
তুই কল্পলোকে
মনের চোখে
কেমনে তোরে ছাড়ি।
আমার মন বাগানে তোরই ওড়াওড়ি
আমি চুপটি করে
মনের ঘরে
তোর ছায়াটা ধরি।
তুই হয়তো জানিসই না
তুই কার অনুভূতি,
মনটা আমার জমা রাখিস
নিয়ে তোর মনের অনুমতি।
আমায় দে তোর ভালবাসার হাতটা
আমি আদর করি
জীবন জুড়ি
ছাড়িয়ে সব মাত্রা।
তোর হৃদয়ে ডুব দিতে চায় প্রাণ
আমি ডুবেই মরি
আশা করি
হবেই প্রেমের স্নান।
তুই হয়তো জানিসই না
তুই কার অনুভূতি,
মনটা আমার জমা রাখিস
নিয়ে তোর মনের অনুমতি।