আমি তোমায় এত ডাকি
দাওনা সাড়া, তুমি কেমন অবিবেচক,
তোমার কাছে ঘেঁষাও যায়না
নিয়েছ কি সম্ভাব্য প্রেম-ঝুঁকি 'নিরোধক' ?
আমিতো কিছুতেই পারি না
উপেক্ষা করতে আমার স্বপ্নের নিমন্ত্রণ,
সব মনেই তো স্বপ্ন আসে
কর কি করে দস্যি স্বপ্নের 'জন্ম নিয়ন্ত্রণ' ?
আমি তোমায় এত জপি
তুমি খোঁজ শুধু আমায় এড়ানোর ফন্দি,
একলা থাকার করেছ পণ
তোমার সাথে হল না আমার মনোঃসন্ধি।
তোমার সব চেষ্টাই স্বার্থক
কৌশলে করোনি তুমি আমার প্রেমধারণ,
থাকবে তুমি প্রেমহীন জেনো
হবে ভুল কারও সাথে জারণ-বিজারণ!