রামদা ছুরিতে শান দিয়ে
নিচ্ছি পশু ত্যাগের প্রস্তুতি,
নির্মোহ ইবাদতে ধার দিয়ে
করছি কদ্দুর প্রভুর স্তুতি।
অর্থ দিয়ে মাপছে মানুষ
লোক দেখানো ওয়াজিব,
ফ্রিজের বিক্রি বাড়ছে দেখি
অনিয়ন্ত্রিত লোভের জিভ।
তিন ভাগের পৌনে তিন
রাখছি দেখি নিজের জন্য,
সারা বছরের জন্য প্রোটিন
সঞ্চয়ে মানুষ হচ্ছে ধন্য।
কুরবানী তো ত্যাগের শিক্ষা
নয় তো নিছক পশু জবাই,
প্রভুর কাছে নিজের সমর্পণ
বুঝবে কবে মানুষ সবাই।