আমি তো তোমার ভাঁজে
হতে চাই চিড়েচ্যাপ্টা,
কিন্তু তুমি তো বিবশ
অসম্ভব কৃপণ একটা।

মনটা পড়া  কঠিন কি কাজ
থাকলে একটু চেষ্টা,
মন তো তোমার কাছেই দেয়া
দেখে নেব শেষটা।

আমায় দেখে শিখতে পার
উদার হবার পাঠ,
আমায় তুমি যাও না নিয়ে
মাতাল প্রেমের মাঠ।

আমি কত আপোষ করি
ধার ধারি না কোনও,
তোমার দ্বারা হয়না মানা
দাবি কোন দিনও।


17/04/2020