কষ্ট আমার আপন সহজাত
চলছি আমি মাতাল যাযাবর
অজানা আঁধারের পথে
এক বুক ব্যথা নিয়ে,
কেউ কথা রাখেনি
রাখেনি কেউ সান্ত্বনা।

হৃদয়ে স্বপ্ন টাঙানো নেই
শিকড়হীন ভবঘুরে আমি
ভাগ্যের বুকে প্রতারণার কালো ছায়া।
কেউ কথা রাখেনি
রাখেনি কেউ সান্ত্বনা।

বিশ্বাসী নই কোন আশ্বাসে
স্বপ্ন গড়তে অপারগ আমি
সোনালী প্রভাতের নেই কোন আভা।
কেউ কথা রাখেনি
রাখেনি কেউ সান্ত্বনা।