তুমি ফিরলে না
তামাম প্রান্তর তাই বরষামাখা
শত মিনতি
হার মেনে যায়
তোমার খেয়ালের স্বাধীনতায়
তোমাতে স্বপ্ন আঁকা যেন
জলে দাগ কাটার মতো।।

হৃদয়ের দেয়ালে
তোমারি খেয়ালে
কষ্টের পাথর যত,
তবু ভাবনার চোরাবালি
শিস্ দিয়ে ডাকে খালি
জাগায় পুরনো সেই ক্ষত।।

ওগো স্বপ্নকন্যা
ছড়িয়ে আলোর বন্যা
ডুবালে মোর স্বপ্ন শত,
আঁধারের পথিক আমি
আলো তাই খুব দামি
তোমার আঙিনা দূর কত।।