স্বাধীনতা যদি পরাধীন থাকতো
তবে স্বপ্নগুলো ভেঙে যেত
ঘুম ভাঙার সাথেই সাথেই,
বা, গোপনে দেখা
শত 'অবৈধ' স্বপ্নের চালান
জব্দ হতো ওদের ইমিগ্রেশনে।
যদি স্বাধীনতা বেহাত হতো
তবে তেলচিটচিটে বালিশেই
কেটে যেত অস্বস্তির রাত,
নতুবা, শীতাতপের আয়েশগুলো
বঞ্চনার তাপে ঘামে ডুবে যেত ।
দেশটা স্বাধীন না হলে
মন খুলে মাথা উঁচু করলে
আকাশের বদলে দেখা যেত নির্দয় বুট,
অথবা, সেলাই করা মুখে
করতে হতো রেওয়াজ
পেতাম না কালজয়ী সুরদের।
স্বাধীনতার আকাঙ্ক্ষা সেদিন ঘুমিয়ে গেলে
বৈধ ভ্রুণগুলো খুঁজে পেত না
আগামীর গর্ভাশয়,
নয়তো, জীবনের কৈশোর
বৃদ্ধাশ্রমে গড়তো স্থায়ী আবাস ।
সেদিন স্বাধীনতা পথ হারালে
বুকে বেড়ে ওঠা সুডৌল আত্নসম্মানে
খামচি পড়তো কত নষ্টজনের,
কিংবা, একটা পতাকার অভাবে
শালীন গর্বে অমর্যাদা ঢাকা যেত না।