জীবন সবসময় বেসন প্রলেপে বেগুনীর মতো
গরম আর মচমচে নয়,
আবার নয় সে সবসময়
খুব শখ করে মাখানো
রঙ বেরঙের ফলের টক ঝালের সালাদ
আয়েশ করে খেয়ে নাজেহালের সুখাশ্রু,
ভরপেট খেয়ে সময় নিয়ে হাড় চিবোনোর
সময়ও হয়তো জীবন সবসময় দেয় না,
কিংবা সূর্যাস্তের পর আরও কিছুক্ষণ গোধুলীবুকে আলসে হাঁটার আহ্লাদে জীবন চোখ রাঙায়,
কখনো প্রিয় কোলবালিশের অধিকারও ছাড়তে হয়
অন্য কারও মুখে চেয়ে,
ইলশেপ্রাণ ফুসরতে
পাতা ওল্টনো হয় না প্রিয় বইয়ের
চোখ বোলানো হয় না প্রিয় অনুভবে,
কিছু সুসময় সারারাত টিপটিপ করে ক্ষয়ে যায়
হালকা প্যাঁচের ট্যাপের পানির মতো
চাইলেও ধরে রাখা যায় না সুসময়,
জীবন কাউকে কৈফিয়ত দেয় না
সুসময় ফেরত আনার ব্যর্থতার।
বহু দক্ষ জীবনবিদও পারেনি
জীবন থেকে অতৃপ্তির অধ্যায় এড়িয়ে যেতে।
আর তাই
জীবনকে পুরনো হতে দিওনা
দিওনা তারে হাতাশার কক্ষে ছিটকিনি আটকাতে
জীবনভর ভালবেসো জীবনকে।