জীবন মানে যেমন চাইছি তেমন হবে
আশার স্রোতের নদী,
জীবন মানে তীব্র চাওয়ার উপসংহার
একটু পেতাম যদি।
জীবন মানে দুখের অনলে নিজে জ্বলে
আলো দেয়ার সুখ,
জীবন মানে সময় কেন কেড়ে নেবে
অনেক প্রিয় মুখ।
কখনো জীবন সাজানো আবার কখনো হারায় ছন্দ।
এক জীবনের দুইটি ছায়া ভাল আর মন্দ।।
জীবন মানে শখের জীবন যত্নে সাজাই
কত না গহনায়,
জীবন মানে মানতে হবে অবশ্যই
আমার অনেক দায়।
জীবন মানে যে করে হোক পেতেই হবে
সুখ স্বপনের স্বাদ,
জীবন মানে হয়না ছোঁয়া মনটা ভরে
গভীর আর্তনাদ।
কখনো জীবন কাছে টানে আবার কখন বাড়ায় দ্বন্দ্ব।
এক জীবনের দুইটি ছায়া ভাল আর মন্দ।।
জীবন মানে ছন্দে ছন্দে সময় নাচে
মাতাল সুরে গান,
জীবন মানে মাঝে মাঝে কাজ করে না
প্রচলিত সমাধান।
জীবন মানে দুয়ে দুয়ে চার মেলে না
কঠিন সমীকরন,
জীবন মানে গোজামিলে হিসেব মেলাই
শুধু অশ্রুক্ষরণ।
কখনো জীবন খোলা বই আবার কখনো সে যে বন্ধ।
এক জীবনের দুইটি ছায়া ভাল আর মন্দ।।
জীবন মানে তোমার মতো তুমি থাক
আমার মত আমি,
জীবন মানে যার আবেগ তার কাছে
সব চাইতে দামি।
জীবন মানে এই করনা সেই করনা
কত বাধার দেয়াল,
জীবন মানে অন্ধকারে গুমরে কাঁদে
অজুত লক্ষ খেয়াল।
কখনো জীবন জলে ভাসায় আবার কখনো দেয় আনন্দ।
এক জীবনের দুইটি ছায়া ভাল আর মন্দ।।
জীবন মানে কত মন চারপাশে
কত রঙের ঢেউ,
জীবন মানে আমি তুমি আমরা
হঠাত নেই কেউ।
জীবন মানে অনেক ভালবাসার পরও যেন
ভালবাসার তেষ্টা,
জীবন মানে অনেক বেশি ছাড় দিয়ে কেন
সমঝোতার চেষ্টা ।
কখনো জীবন অনেক ছাড় আবার কখনো কেন বান্ধ।
এক জীবনের দুইটি ছায়া ভাল আর মন্দ।।
জীবন মানে আঁধার রাতে সুখ খোঁজা
মাতাল উল্লাস,
জীবন মানে তপ্ত দুপুরে জ্বলে ছারখার
অবুঝ সবুজ ঘাস।
জীবন মানে এক হাতে পোষা স্বপ্ন আর
এক হাতে ঝুঁকি,
জীবন মানে অনেক অনেক মেঘের ফাঁকে
জোছনার উঁকি।
কখনো জীবন অনেক উদার আবার কখনো যে অন্ধ।
এক জীবনের দুইটি ছায়া ভাল আর মন্দ।।