ওই স্বপ্নের বালুকাবেলায়
ছিল আদুরে খুনসুটি
ছিল সাবলীল মেনে নেওয়া
প্রশ্রয়ে যত ভুলক্রটি।
কত ধোঁয়া-ওঠা প্রেম ছিল
ছিল ফেনিল উচ্ছ্বাস
বিরান ভূমিতেও ছিল তখন
অবাধ্য আবেগের চাষ।
চুমুকে চুমুকে স্বাদ নিয়েছি
কত কামনার পেয়ালা
জোছনাস্নানে মাতাল হয়েছি
নিয়ে সুরের বেহালা।
রাতের বুকে জ্বালিয়ে আগুন
নিভিয়েছি কতবার
মিষ্টি ভুল করেও ভাবিনি
ভুলের ভাগটা কার।
জীবন তখন অনেক উত্তাল
এলেবেলে হোকনা তা
সব কি নিয়ম মেনে হয়
অনিয়মে ছিল আকাঙ্ক্ষা।