নোনা মনে তুমি বিহনে
চলে স্বপ্নের বাস্পীভবন,
সব উড়ে যায় আমি শূণ্য প্রায়
ভাবনায় বয় আর্দ্র পবন।
অনাহুত স্মৃতিগুলো ভেঙে হল চোখের ধুলো
হৃদয় ডুবায় বর্ষাঋতু,
ঝাপসা তোমার হাসি আমারে দেয় ফাঁসি
মন হয়না কিছুতেই থিতু।
একটা মিনতি করি তোমার পথ হতে সরি
যদি পার আবার এসো,
আকাশটা খোলা আছে তোমার মনের কাছে
মনেতে আবার তুমি ভেসো।
তুমি আসবে পাশে বসবে
চলে আশার ঘনীভবন,
উতলা বাতাস বয় মনে চলে প্রলয়
প্রশ্রয়ে ওড়ে নয়া স্বপন।