কোন রহস্য লুকিয়ে আছে
বুঝি না ওই কোমলে,
সে মানব জীবন চষে
সারাজীবন আছে বসে
মানবেরই মনের কোলে।
চিন্তায় পড়ে মন
ধরলামও না ছুঁইলামও না
শুধু চক্ষে নিলাম ধারণা,
এমন আজব মানব যন্ত্র
বিনা তারেই আসে দেহমনে তাড়না।
চিন্তায় পড়ে মন
ধরলামও না ছুঁইলামও না
শুধু মনে ধরলাম ওই রূপ,
ভেতরে চলে উন্মাদ তন্ত্র
দমিয়ে উন্মাদনা বাহিরে থাকি চুপ।
ধন্যবাদ জানাই কারিগরে
ধন্য সৃষ্টি অগ্নি অবয়ব,
সেই আগুনে মানব পুড়ে
সেই বাগানে মানব উড়ে
সেই নারীতেই ডুবে মানব।