তুমি আমার মনে
শক্ত করে তোমার শেকড় গাঁথতে পার,
কিপটে তুমি
হওনা উদার তোমার মনের বাঁধটা ছাড়।
তোমার জন্য রাখি
আমার অনাবাদি অবিভাজ্য সবুজ মন,
তুমি আমার
হাতটা ধর ভেঙে ফেলে একা থাকার পণ।
তুমি আমার হবে
ভাবছি আমি করি সুখ স্বপনের নিমন্ত্রণ,
নাওনা তুমি
সব সংশয় ভুলে অবুঝ আমার নিয়ন্ত্রণ।
তুমি পড়তে পার
আমার খোলা হৃদয় শুধু তোমারই অধ্যায়,
মনে তুমি
আমার সব মনোযোগ তোমার দিকে ধায়।
আমি ভেবে মরি
ইঁচড়েপাকা ইচ্ছেগুলো নীল আকাশে উড়ে,
তুমি আমার
ইচ্ছেগুলোয় সময় দিও আর থেকোনা দূরে।
তুমি আমার
বর্ষা হবে ভিজবো আমি প্রিয় তোমার সাথে,
আমি পুড়ে যাব
মনে রেখো তোমার উপেক্ষারই বজ্রপাতে।