আমি তোর ছায়া হব
তোর উপরে আলো পড়ুক,
তোর ভালোতে মনটা নাচে
জাগে মনে বেজায় সুখ।
তুই কি আমার চাঁদ হবি
তোর আলোতে সাঁতড়ে বেড়াই,
অহংকারে আমি উন্মাদ হব
কি করে নিজেরে ফেরাই।
তুই আমার পথটা হবি
আমি তোর একটাই পথিক,
তোর মনেতে চষে বেড়াবো
অলি গলিতে এদিক সেদিক।
তুই কি আমার সুখটা হবি
প্রেমে তোরে করবো মাতাল,
এমন কেউ পাবিনা জানিস
খুঁজে আকাশ কিবা পাতাল।
তুই আমার কান্না হলেও
থাকবি আমার মায়া চোখে,
নোনা জলে ভাসিয়ে দিলেও
বুকেই পুষবো প্রিয় তোকে।
তুই কি আমার সময় হবি
তোরে বয়ে বেড়াবো হাসিমুখে,
থাকলে তুই পাশে জানিস
অসময়ের শঙ্কা দেব রুখে।