তুমি হবে কি আমার
খিড়কি ছাড়া স্নানের ঘর,
থাকবে না যেথায়
ন্যূনতম জড়তার মসলিনসম দেয়াল।
তুমি হবে কি আমার
উপচে পড়া উষ্ণ সুখের বাটি,
আমি পান করবো
আয়েশী ভঙ্গিতে প্রেমের শরাব।
আমি তোমার চলা-বলা-হাসি
ভর্তা বানিয়ে খাব
আমার গরম গরম ভাবনার সাথে;
আমি চূর্ণ করে খাব
মহৌষধের মতো তোমার প্রেম;
কিংবা তোমায় নিয়ে দেখা
স্বপ্ন গুলিয়ে খাবো নিয়ম করে
অপ্রেমের মহামারী থেকে বাঁচার জন্য।
তুমি হতেই পারো নিদেনপক্ষে
পানসে জীবনের এতটুকু নুন,
যার সামান্যেই রুচি ফিরবে জীবনে।
তুমি সয়ে নিও
তোমায় নিয়ে আমার মমতার আতিশয্য,
যেমনটা অনিয়ন্ত্রিত মমতায়
মিষ্টি শিশু নিয়ে চলে কচলাকচলি।
লকলকিয়ে বেড়ে ওঠা
আমার সুপুষ্ট আশায়
তুমি দিও ভরসার মাচা।
তুমি তোমার হৃদয়ের ফটকে দিও না
কোন কঠোর প্রহরী নিয়োগ,
ওখানে রেখো শুধু
মমতাভরা প্রশ্রয়ে পটু
অনুভূতি সমঝদার অভ্যর্থনাকারী।
আমার হৃদয় নিয়ন্ত্রণের ভার আমি নেব না
তুমিই হও আমার হৃদয়ের ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক।