তুই যখন দামী কম্বল মুড়ি দিয়ে
শীতের সকালে বেশ বেলা পর্যন্ত
পর্যাপ্ত আরামের স্বাদ নিচ্ছিস
তার ঢের আগেই মুয়াজ্জিনের আযানে
ছেঁড়া কাঁথা ছেড়ে
তোর খাদ্যের সংস্থানে বেরোয় সে,
আর তুই গালির নাম দিয়েছিস 'চাষা'?
তুই যখন দামি রেস্টুরেন্টে বাফেট'র নামে
খাবার অপচয়ের ঢং দেখাস
তখন আধপেটা সে
নোনা ঘামে মাটি ভেজায়,
তার সন্তানেরা হয়তো বাসি খেয়ে
হাসিমুখে খেলে যায়
আর তুই গালির নাম দিয়েছিস 'চাষা'?

তোকে গালি দেয়ার যুতসই শব্দ
আমি অভিধানে যুক্ত করবোই,
যা ছাপার অযোগ্য বটে
কিন্তু বলার অযোগ্য হবে না।