এমন অনেক আপন আছে
যাতে যায়না করা ভরসা
যেমন অনেক মেঘের পর
হয় না আশার বরষা
কিছু কিছু কষ্ট আছে
যা কান্নায় অনুবাদ হয় না।।
এমনো অনেক মায়া আছে
দূর থেকে গভীর ভাবি,
ভুলটা ভাঙ্গে কাছে গেলে
অল্পেই খুঁজি সুখের চাবি।
সে তো চাঁদের মত
দেখছি শুধু ধরা যায় না।।
এমনো অনেক প্রার্থনা আছে
করেই যাই তৃপ্তির ছলে,
সেই আকুতিতে হয়তো স্বস্তি
প্রিয় ঘোরে জীবন চলে।
সে তো মনে পোষা বিশ্বাস
অবজ্ঞাও করা যায় না।।
March 2019