একটা কবিতা মাঝরাতেও তুলে আনবে সূর্য প্রয়োজনে,
একটা কবিতা স্বপ্নকে ধরে রাখবে সব কিছুর বিয়োজনে।
একটা কবিতা ফিরিয়ে আনবে নিখোঁজ সত্তার বিচ্যুতি,
একটা কবিতা ঘোষণা দিবে মন খারাপের স্থায়ী ছুটি।
একটা কবিতা শক্তি দিবে অন্ধকারের ভারোত্তলনের,
একটা কবিতা বিলি কাটবে হেরে যাওয়া ক্ষুব্ধ মনের।
একটা কবিতা জায়গা দিবে মুক্ত মনের মুক্ত চর্চার,
একটা কবিতা মেনে নিবে স্বাধীন ভাবনার খরচার।
একটা কবিতা জগিয়ে দিবে দেশপ্রেমের পবিত্র বোধ,
একটা কবিতা নিবে জেনো দেশ মা'য়ে আপমানের শোধ।
একটা কবিতা অনুবীক্ষণী হবে চলতি রীতির বিচারে,
একটা কবিতা কড়া নাড়বে সকল শুদ্ধাচারের দ্বারে।
একটা কবিতা যুদ্ধ করবে অস্ত্র ছাড়াই যুক্তি দিয়ে,
একটা কবিতা পথ বাতলাবে ভবিষ্যতের দূরবীন নিয়ে।
একটা কবিতা নিরোধক হবে অশুভ সংস্কৃতির দুষণের,
একটা কবিতা হবে ভরসার বালিশ কিংবা কুশনের।
একটা কবিতা হবে সার্বজনীন নয় শুধু তার সীমানার,
একটা কবিতা ভালোবাসা উস্কে জ্বালিয়ে দিবে ঘৃণার।
কবিতা তুমি বৃষ্টি হয়ে সব শুকনো মনে ঝরো,
কবিতা তুমি হয়ে ওঠো তোমার জন্মদাতার চেয়ে বড়।