একজন প্রেমিক শাসক চাই
যার শুল্কমুক্ত ভালোবাসায়
সাঁতার কাটবে নাগরিক স্বপ্ন।
প্রেমিক শাসকের আসকারার ছাদে
কান্নাভেজা স্বপ্নগুলো শুকোতে দেবে নাগরিকেরা
থাকবে না সেখানে স্বপ্ন চুরির ভয়।
মানচিত্রের মালিক আর
প্রেমিক শাসকের মধ্যে স্বাক্ষরিত হবে
দেশপ্রেমের অভিন্ন অদৃশ্য 'সমঝোতা স্মারক'।
সেই মনচিত্রে সবাই করবে
স্বাধীন মতের উদলা উদযাপন;
ভিন্নমতের চারাগুলোতেও
প্রেমিক শাসক দেবে বেঁচে থাকার সেচ,
মতের বৈচিত্রে থাকুকনা পিঠ চাপড়ানো প্রশ্রয়।
প্রেমিক শাসকের দেশে
ভর্তুকি মূল্যে মিলবে স্বস্তির নিঃশ্বাস,
নাগরিকের হাঁসফাঁস জীবনে
প্রেমিক আকাশ প্রসব করুক
জোছনা কিংবা বর্ষা।
প্রেমিক শাসকের
গদিতে বসে পা নাচানোর ফুসরত নেই,
সে ছুটে যাবে
ক্ষুধার্ত অধিবাসীর কাছে
তুলে দেবে তাদের মুখে আদুরে লোকমা।
সে ছুটে যাবে
মুখ মলিন বিষন্ন অধিবাসীর কাছে
মেখে দেবে সান্ত্বনার প্রসাধনী।
একজন প্রেমিক শাসক চাই
যে কি না হবে ভূখন্ড বাসিন্দাগণের
নিশ্চিন্তে মাথা রাখার ভরসার কাঁধ।