রাস্তার পাশে দেখি
রিকশার চাকা আকাশেতে তাকিয়ে,
ওদিক দিয়েই যাচ্ছিলাম
দামি কালো পাজেরোটা হাঁকিয়ে।
লকডাউনের দোহাই আছে
ক্ষুধা কারও বিধিনিষেধ মানে না,
ঘাম ফেলে করে আয়
ওদের অভাব সবাই যেন জানে না।
একি রাস্তায় দুই আইন
সবই চলে, চলবেনা গরিবের যান টা
'বড়ো'দেরও ভাবা উচিত
কি উপায়ে বাঁচবে 'ছোট'দের জান টা।