আমি আজও অপেক্ষায় আছি
তুমি খুলবে হৃদয়ের ছিটকিনি
তোমার বুকে আমায় পিষবে,
আদর-উল্লাসে আমি মাতাল হব
তোমার আয়নায় জুটি হব
চাওয়ারা ঠিকই পাওয়ায় মিশবে।
আমি আজও অপেক্ষায় আছি
তুমি খুলবে উদার হাতের মুঠো
আমি নিব সবটা লুটিপুটে,
সময়ের সাথে করছি সমঝোতা
সুসময় একদিন আমার হবে
একদিন ঠিক তোমায় পারবো ছুঁতে।
আমি আজও অপেক্ষায় আছি
দেখবো বলে সকালের রোদ্দুর
চুরি করে তোমায় করছে আদর,
আমি নিষ্পলক তোমায় দেখি
উন্মাদনায় হই যে বেসামাল
তোমাতে কাটি ভালবাসার আঁচড়।
আমি আজও অপেক্ষায় আছি
আমার ছোট বড় সব অনুভূতির
করবে তুমি নিখুঁত তর্জমা,
আমি আনকোরা কতো স্বপ্ন রচি
হয়তো তাল,লয় আর মাত্রাহীন
হরেক আকাঙ্ক্ষা মনে করছি জমা।