সুখের ফসল
ফলাবে বলে
উর্বর একটা জমি
চাষী নিল কিনে,
যুবতী জমিনে
মায়ার আবাদ
সেচে স্বপ্ন বোনে সে
এক-ফসলী জমিনে।
পুষ্ট জমিন
বিরান ছিল
অনেক দিন হয়
কেউ করেনি চাষ,
চাষীও খুশি
ঘাম ঝরিয়ে
উচ্ছ্বাসে মেতে রয়
মাসের পরে মাস।
উঠছে নামছে
কামের কোদাল
ঘন শ্বাসে চলে
কঠোর কর্ষণ,
জমিনও সরস
তাইতো চাষে
বিতৃষ্ণা নেই কোন
শুধু বাড়ছে আকর্ষণ।
বীজ বোনা শেষ
জমিন হাসে
জমির গর্ভে ভরে
সবল সতেজ চারায়,
যতন চলে
মা জমিনের
চারাও বাদ পড়ে না
স্বপ্ন আরেক পা বাড়ায়।