তুমি আমায় আস্থায় নিতে পার
নচেত আমার আছে ভিন্ন রাস্তা আরও,
আমায় মনে ধরানোর চেষ্টা করতে পার
মনে দিয়ে দাও এবার কিপটেমিটা ছাড়।
ভুলেও তুমি ভেবনা আমি চন্ডীদাস
তোমার অপেক্ষায় পুষবো গোঁফ দাড়ি,
সেই জামানার প্রেম সূচি চর্চাতে নেই এখন
যেমনটা নেই রাক্ষস আর ভূতের বাড়ি।
আমি তোমার যোগ্য নাইবা হতে পারি
তোমার আছে আরও 'যোগ্য' পাবার চাপ,
জেনো আমি একজন খেতাবপ্রাপ্ত প্রেমিক
পারিনি মেলাতে আমি কারও সঙ্গে খাপ।
আজকাল তো সবকিছুই বাণিজ্যিক
সময় নিয়ে সময় জয়ের নেইযে কারো সময়,
এক ছায়াতে আটকে থাকার নেই সদিচ্ছা
বোধ করি চারিদিকে তাই অযুত অবক্ষয়।