বাস্তব পাশ কাটাতে গিয়ে
স্বপ্ন বোঝাই মন উল্টে
পড়ে অন্ধকার খাদে,
কিছু স্বপ্ন মরেই যায়
আর কিছু তীব্র ব্যথায় কাঁদে।
সময়ের শুশ্রূষার আহত কিছু স্বপ্ন
হয়তোবা আবার হাঁটতে শুরু করে;
ভাগ্যক্রমে বেঁচে যাওয়া কিছু স্বপ্ন
কুঁকড়ে থাকে মনের গভীরে আতঙ্কের নেকাবে।
কারো মনের স্বপ্ন
বাস্তবের আঙুল ধরে
নির্বিঘ্নে পৌঁছে যায় আকাঙ্ক্ষার ঠিকানায়;
কারো কারো মনের আর্জি
শোনার মর্জি হয়না রূঢ় বাস্তবের,
স্বপ্নরা বেলা পার করে দেয়
নিয়তির সাথে সমঝোতায়।