মানুষ তুমি যাও দূরে যাও
নিদেনপক্ষে তিন ফিট,
মানুষ তুমি এত কাছে কেন
মরি মরি Oh shit!!!!
মানুষ তুমি এসোনা কাছে
তোমার নিঃশ্বাসে শুধু বিষ,
তোমার পাপের রহস্য-ফল
নাম যে তার "কোভিড উনিশ"।
নিস না আমায় তোর বুকেতে
মানুষ আমার হাত ছেড়ে দে,
মানুষ রে তুই কাশি দিবি
শিষ্টাচার কিছু শিখে নে।
আমিও মানুষ কেমনে বলি
আমাতে নেই Corona
আমিও তাই থাকি যে দূরে
একটুও mind করোনা।