তবে তাই হোক
ভুলে পুরনো শোক
বসন্ত বাতাসে নাচুক নতুন পল্লব,
তবে তাই হোক
নিয়ে ঝলমলে চোখ
আগামীর আঙিনায় উঠুক কলরব।
তবে সব উড়ে যাক
শুধু থিতিয়ে থাক
বিশ্বাস-ভালবাসার তীব্র দ্যুতি,
তবে সব উড়ে যাক
থাক পাগলাটে বৈশাখ
আলসে শীত শ্রাবণের দিলাম ছুটি।
তবে সেই ভালো
প্রেমের সুধা ঢালো
পানে তোমাতে বুঁদ হয়ে থাকি,
তবে সেই ভালো
তোমার আগুন জ্বালো
শেষ হয়ে যাক যেটুকু ছিল বাকী।