বুক খুলে শুয়ে আছে রাজপথ
কিছু 'অনুগত' শুধু সম্ভোগ করে
নিজেদের মতো করে।
রাজপথ কাঁপালে তুমি নিথর হবে
নয়তো প্রতিবাদের নিতম্বে লাঠিচার্জে তুমিই কাঁপবে
রাজপথে কোন মিছিল হবে না,
হবে শুধু 'অনুগত'দের তোষামোদী র্যালি।
আমি তুমি'কে পরিয়ে রাখা হয়েছে
ভয়,আতঙ্ক কিংবা সুবিধের নিরোধক,
তাই প্রতিবাদের বীর্য রাজপথ অব্দি গড়ায় না
প্রতিবাদেরা দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছে।
'ওরা' আমাদের ভাবনার জন্ম নিয়ন্ত্রন করে
স্বেচ্ছায় খোজা হচ্ছে বহু ভাবনাবিদ
মুক্ত ভাবনার চাপ 'ওরা' নিতে পারেনা
ভাববার জন্য নাকি 'ওরা'ই যথেষ্ট।
ভেবে দেখ, রাজপথের খোলা বুকে যাবে?
নাকি আঁধার ঘরে করবে
খিস্তিখেউড়ে স্বমেহনী প্রতিবাদ।