[১]
নাকের আশ্রয় হোক ওই গ্রীবা,
ওপরতলায় উষ্ণ ধারাপাত
নিচতলার ভাঙলো কপাট
লোপাট হোক সব, করার আছে কি-বা।

[২]
বহুদিন বাদে
আমার 'পরে পড়লো কিরণ,
সুপ্ত আগ্নেয়গিরি লাফিয়ে জাগে
ঘটায় ভীষণ উদগীরণ।

[৩]
ফুটতে ফুটতে পানি শুকিয়ে গেল প্রায়,
দাওনা কিছু চা পাতা
রঙিন কর সময়, সময় যে শুকিয়ে যায়।

[৪]
মেঘ সরিয়ে উদোম হয় চাঁদ
মুগ্ধজনে পোড়াবে বলে,
স্বমেহনে নিজেকে ভেজাই
কল্পনাকে ছোঁয়ার ছলে।

[৫]
আমি হতে পারি শীর্ণ,
অনেক মেহনতি আমি
আমার মাঠ চাই বিস্তির্ণ।

[৬]
তুমি আমার শূন্য পৃষ্ঠা হও
কুমারী পাতায় আঁকিবুঁকি করি,
চর্চায় চর্চায় পাকা হব ঠিক
কগজ-কলমের মিতালি গড়ি।