দিনকে দিন
দুষ্ট চাষারা করেছিল গিজগিজ,
ওরা আমার হৃদয় খুঁড়েছে
বুনেনি স্বপ্নের বীজ।
দিনকে দিন
মনটা আমার হয়ে যাচ্ছে বন্ধ্যা,
স্বপ্নের বীজ বোনার চাষী
খুঁজতে জীবন সন্ধ্যা।
দিনকে দিন
আমার অনাবাদি মন ভরে যাচ্ছে,
অযাচিত দুখের আগাছায়
কে তার খবর রাখছে।
দিনকে দিন
সময় অসময়ের ঘোর বরষায়,
দুঃখবদ্ধতায় ডুবছি যেন
পতিত মনের হতাশায়।