আমি কষ্টের সহজাত
নিয়ে মেঘলা প্রভাত
আটকে থাকি তোমার মাঝে,
আমি যারে আপন ভাবি
হারাই তার মনের চাবি
নিজেরে খুঁজি তবু তারই ভাঁজে।
আমি স্বভাব দুঃখী
নিয়ে একাকীত্বের ঝুঁকি
জোছনার সাথে আমার আড়ি,
আমার অভ্যেস আছে
বিরাণে স্বপ্ন চাষে
আমার উর্বর অতীত ছাড়ি।
আমি তোমাতেই অন্ধ
হোক যতই দ্বন্দ্ব
তোমাকেই আমার ছায়া ভাবি,
আমি তোমার কাছে হারি
আমার অহম ছাড়ি
তোমাতেই রাখি প্রাণের দাবী।
আমি বিরহ-দন্ডে দন্ডিত
কষ্টে নইতো ভীত
নিশ্চুপে সব করি বরণ,
আমার আশা মরচে পড়া
মন হুতাশে ভরা
জীবনটা তাই বিষম সমীকরণ।