তুমি কি আমার
এলেবেলে জীবনের ছন্দ হবে?
হবে কি আমার
প্রেমহীনতার দাড়ি,
যদি হও আমার
অপ্রকাশিত দুখের নেকাব
তুমি হতেই পার
আমার প্রাণের প্রিয় বাড়ী।
ইচ্ছে যদি হয়
আমার বিবাগী স্বপ্ন খুঁজে দিও
আমি জাগবো আবার
সব হতাশা ছাড়ি,
আমায় এনে দাওনা
ঘুমকাতুরে স্বস্তির সময়
দাও উষ্ণ আদর
থাক না কঠোর বিধি জারী।
যদি তুমি পার
বিরাণ ভূমে ঝুম বৃষ্টি নামাও
হোক সবুজের কোলাহল
আর খুশির বাড়াবাড়ি,
হয়তো তুমি পার
আলোর মন্ত্রে ব্যথার উপশম
অতঃপর তোমার সাথে
চলবে আমার সুখের কাড়াকাড়ি।