[১]
আমি কাঠঠোকরার মতো করলাম চেষ্টা
তোমার মনে গড়তে বসত,
বেজায় কঠিন মনটা তোমার
হারে আমার সব কসরত।
[২]
সাতসুরে সোনারোদ্দুরে
কারও স্বপ্নের সাতকাহন,
কেউ কেউ এত অভাগা
পায়না স্বপ্নে যাবার বাহন!
[৩]
তোমার কাঁধটা দিও,
আমি কাঁদবো সুখে
আমায় বেহালা ভেবে বাজিও।
[৪]
আমি তোমায় পেলেই চলে
তোমার আরও চাই কত কি,
কত দাবী তোমার মন দেয়ালে
আমার মনে খোদাই তোমার উল্কি।
[৫]
তুমি যে এক চটুল পাখি
সব গাছেতে বসতে চাও,
গিরগিটির বংশ যে তুমি
ক্ষণে ক্ষণে রং পাল্টাও।
[৬]
মানুষ সাথী পায়
সুখের বীজ বোনে মনে,
"মানুষ" ওরফে "একা"
শেষে শূন্য হয় চরিত্রের প্রয়োজনে।
[৭]
আধভেজা দরজায় উঁকি দিয়ে দেখি,
অন্য হাতে তোমার হাতের সমর্পণ
আমার সাথে তুমি সবটাই মেকি।
[৮]
কিছু দেয়াল অনেক উঁচু
টপকানো যায় না,
দেয়ালের ওপারে প্রিয় মুখটা
হারাতে মন চায় না।