এখন তুমি ঝাড়া হাত পা
আছ আঙুল ফোটানো নিশ্চিন্তে
আমার মন নিলে তুমি বিনা বিনিময়ে
আমি ঝিমিয়ে বাঁচি সোঁটা বৃন্তে।
আমি অতীতের খোসা ছাড়িয়ে
তোমায় জাগিয়ে রাখি নিজের অন্দরে,
ভুনা করা বর্তমান চেটেপুটে নাও তুমি
নতুন তৈজস ঠাঁই নেয় তোমার অন্তরে।
গায়ে পড়া বেহায়া বাতাসও অস্থির
ওর প্রেমে তোমার আঁচল ওড়াবে বলে,
অসময়ের উষ্ণতার লোভে পড়লে তুমি
সুখ পেতে ডুবতে গেলে নিষিদ্ধ অতলে।
এখন কাছের মানুষে পানসে অরুচি
দীর্ঘদিন এক হাত ধরে ঘামিয়েছে হাত,
এ মন ও মনে উড়ে পরখ কর মনবৈচিত্র্য
এ মন ও মনে নিজেকে বিঁধানোর আহ্লাদ।
তোমার মনে ঋতুবদলের পালা
একলা আমি হুল ফোটানো বাসরে,
বিবর্তনের সূত্র মেনে চলেছ খুব
বিবর্তিত আমি ঠাঁই খুঁজি কষ্ট-আসরে।