এক ঘুমের ভাঙ্গা স্বপ্ন
লাগে না জোড়া অন্য ঘুমে কিছুতে,
এক স্বপ্নে অনেক কাছে আসলে
পারছিনা তবু তোমায় একটু ছুঁতে,
আমি স্বপ্নের খাঁচা দিয়েছি খুলে
স্বপ্ন নাকি সবার পোষ মানে না
তাই নিজেকে নিভাই আমি এক ফুঁ তে।।

আমি মন উপচানো আশা নিয়ে
স্বপন ঘাটের পাড়ে গিয়ে
পাইনা মনের মানুষ
হতাশার বালুকাবেলায় তাই
স্বরচিত সুখ সব দিয়েছি পুঁতে,
আমি স্বপ্নের খাঁচা দিয়েছি খুলে
স্বপ্ন নাকি সবার পোষ মানে না
তাই নিজেকে নিভাই আমি এক ফুঁ তে।।

কিছু শূন্যস্থানে শূন্যই থাকে
ঢেকে যায় সময়ের বাঁকে
কার কি যায় আসে
নেই  কারো দায় মেটানোর দায়
আমার দিন কাটে শূন্য তাঁবুতে,
আমি স্বপ্নের খাঁচা দিয়েছি খুলে
স্বপ্ন নাকি সবার পোষ মানে না
তাই নিজেকে নিভাই আমি এক ফুঁ তে।।