আমি হয়তো আবার ঘুরে দাঁড়াবো
তোমার সঙ্গ ছাড়াই,
তোমাতে নয়, নতুন সম্ভাবনায়
আশার হাতটা বাড়াই।

সবুজ ঘাসের শিশির কণা
শুন্যে মেলায়, নয়তো ঝরে পড়ে,
কারো জন্য কেউ কি থামে
নয়া ভরসার ঠিকানা গড়ে।

আকাঙ্ক্ষার সোনালী বিকেল
কি এত দীর্ঘ হয়? চলে যায়,
সন্ধ্যা নামে স্বাভাবিকতায়
আঁধারেই স্বপ্ন সাঁতরে বেড়ায়।

ভাঙা মনের হয়না মেরামত
কষ্ট হয়,জীবনকে তা বইতে হয়,
অসন্তোষ নিয়ে পথ পাড়ি
জীবন কি আর পড়ে রয়?

আমি হয়তো এবার বেঁচেই যাব
তোমায় না পেয়েই,
সম্পূর্ণ নয়, তোমায় বিসর্জন দিয়ে
আর্তনাদী গান গেয়েই।